আজকে আলোচনা করবো ফেসবুক মার্কেটিং বিষয় নিয়ে। (what is Facebook marketing bangla tutorial) এছাড়া আরো বলবো ফেসবুক মার্কেটিং এর কিছু লাভ ও সুবিধা নিয়ে।
বর্তমান সময়ে online marketing বা digital marketing এর প্রক্রিয়া গুলো ব্যবহার করে যে কোনো ব্যবসা বা প্রডাক্ট, সার্ভিস প্রচার করাটা অনেক সহজ হয়ে গেছে। মনে রাখবেন, এই Facebook marketing এর প্রক্রিয়াটি ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ।
ধরুন, আপনার একটি প্রডাক্ট রয়েছে। অথবা আপনি একজন ব্লগার, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কিছু সার্ভিস প্রদান করে টাকা ইনকাম করা কথা চিন্তা করছেন। এখন এই প্রতিটা ক্ষেএে আপনি Facebook marketing ও ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার করতে পারেন।
কারণ, বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সবাই ব্যবহার করে। যেমন, Facebook, Twitter, YouTube, Instagram এই social media platform অভিনেতা – অভিনেত্রী, রাজনীতিবিদ, স্পার্টম্যান সহ আরো জনপ্রিয় মানুষ থেকে শুরু করে সাধারন মানুষরা ব্যবহার করে।
এখন এই social media platform গুলো ব্যবহার করে সবাই তাদের নিজেদের ব্যাক্তগত জীবনের কিছু অংশ ইন্টারনেটে সক্রিয় থাকা কোটি কোটি মানুষের সাথে শেয়ার করছে। এখন যারা ব্যবসার সকল পণ্য, সার্ভিস ফেসবুক, টুইটার, ইনসটাগ্রাম সহ আরো অন্য অন্য সোশ্যাল মিডিয়া গুলোতে প্রচার বা মার্কেটিং করতে পারবেন। আর এই প্রক্রিয়াকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
তবে, আপনি যদি ফেসবুক ব্যবহার করে ইন্টারনেটে মার্কেটিং করছেন, তাহালে সেটাকে বলা হবে ফেসবুক মার্কেটিং (Facebook marketing). একই ভাবে আপনি যদি ইমেইল ব্যবহার করে যদি ব্যবসা প্রচার করেন তাহালে সেটাকে বলা হবে ইমেইল মার্কেটিং। এছাড়া আপনি যদি ইউটিউব ভিডিও এর মাধ্যমে ব্যবসার প্রডাক্ট প্রচার করেন তাহালে সেটাকে বলা হবে ইউটিউব মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং কি বা কাকে বলে? (what is Facebook marketing bangla)
আসলে ফেসবুক মার্কেটিং কাকে বলে এটা আপনি তখন ভালো ভাবে বুঝতে পারবেন যখন আপনি জানবেন মার্কেটিং মানে কি। এমনিতে, মার্কেটিং মানে হলো, এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ব্যবসা, প্রডাক্ট, সার্ভিস এর প্রচার বা মার্কেটিং করা হয়। Marketing করে এই business, product, service গুলো জনসাধারণের কাছে পৌঁছায়ে দেওয়া হয়।
এরপরে প্রডাক্ট বা সার্ভিস গুলো কেনার জন্য বা ব্যবহার করার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়। মার্কেটিং এই প্রক্রিয়াতে সাধারণত বিশেষ করে Advertising, selling of product & service গুলো যুক্ত থাকে। এখন আমি যদি Facebook marketing এর কথা বলি তাহালে সাধারন মার্কেটিং প্রক্রিয়ার মতোই একই। কিন্ত আমরা এখানে ব্যবহার করি ইন্টারনেট এবং Facebook.
এর জন্য আপনাকে একটি Facebook Page তৈরি করে নিজের ব্যবসা বা প্রডাক্টের বিষয়ে তথ্য পাবলিশ করে ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার বা মার্কেটিং করতে পারবেন। মনে রাখবেন, এটাই হলো ফেসবুক মার্কেটিং এর মুল মন্ত্র বা শক্তি।
ফেসবুক হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এখানে সব সময় কোটি কোটি ইউজার এক্টিভ থাকে। আর প্লাটফর্মটিতে যেকোনো বয়সের মানুষরা থাকে, যার জন্য কাস্টমার বা গ্রহকের অভাব হয় না।
আর এই সুযোগের লাভ নিয়ে যেকোনো ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলো ফেসবুকের ইউজারদের টার্গেট করে তাদের বিসনেস প্রডাক্ট (business product) গুলো মার্কেটিং বা প্রচার করছে। এর ফলে কোনো প্রকার কষ্ট না করে নিজের ঘরে সবে বিভিন্ন জায়গার চাহিদা রাখা মানুষের কাছে প্রডাক্ট মার্কেটিং করা সম্বভ হচ্ছে।
এখানে আপনি অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষের কাছে নিজের ব্যবসার মার্কেটিং করতে পারছেন। আর এ কারনে Facebook marketing করে অনেক সহজে লক্ষ্যবস্ত গ্রাহক পাবার সম্ভবনা থাকে প্রচুর।
আশাকরি সহজে বুঝতে পারছেন Facebook marketing কি বা কাকে বলে। (what is Facebook marketing in bangla tutorial)
ফেসবুক মার্কেটিং পেইড মার্কেটিং কি? (what is Facebook paid marketing)
Facebook paid marketing এর মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন চালানো এবং বিসনেস ও প্রডাক্টের মার্কেটিং করাটা বেশ লাভজনক বলে মনে করা হয়। তবে, ফেসবুক পেইড মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুককে কিছু টাকা দিতে হবে, যার মাধ্যমে ফেসবুক আপনার বিজ্ঞাপন প্রচার বা মার্কেটিং করবে।
মানে, আপনাকে একটি ফেসবুক বিসনেস পেজ তৈরি করে, সেখানে নিজের ব্যবসার তথ্য, ছবি, লিংক, প্রডাক্ট ফেসবুক ইউজারদের কাছে প্রচার বা মার্কেটিং করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে টাকা প্রদান করতে হবে। এরপরে তারা পেইড প্রোমোটেশন করা কন্টেন্টটিকে আপনার দেওয়া নির্দেশক হিসাবে ফেসবুক দ্বারা ফেসবুকের টার্গেট ইউজারদের দেখানো হলো।
আপনি যত পরিমান Facebook User দের আপনার প্রডাক্ট বা সার্ভিস গুলো দেখাতে চান সেই পরিমানে টাকা দিতে হবে। যত বেশি ফেসবুকে আপনি অর্থ দিবেন ততো বেশি ইউজারদের কাছে ফেসবুক আপনার প্রডাক্ট গুলো দেখাবে। আর এই প্রক্রিয়াটি সম্পর্ন ভাবে আপনি নিয়ন্ত্রন করতে পারবেন।
এভাবে টাকা দিয়ে নিজের Facebook page এর কন্টেন্ট (content) গুলোকে প্রমোড করার সার্ভিস বা প্রক্রিয়াকে বলা হয় ফেসবুক পেইড মার্কেটিং (Facebook paid marketing)
কিভাবে ফেসবুক মার্কেটিং কোর্স করব?
আসলে ফেসবুক মার্কেটিং কোর্স করাটা তেমন কোনো কঠিন কাজ নয়। আপনি আপনার আশেপাশে বিভিন্ন ধরনের Digital marketing institute থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং করে নিতে পারবেন। তবে, কিছু কিছু Instituted এ শুধুমাএ Facebook marketing কোর্স করানো হয়, তারা অন্য মার্কেটিং কোর্স গুলো করায় না।
আমার নিজস্ব মতে আপনি নিজে ঘরে সবে YouTube এর ভিডিও দেখে বা বিভিন্ন ব্লগ ওয়েবসাইট এর আর্টিকেল পড়ে অনক সহজে social media marketing বা Facebook marketing এর কোর্স (course) করতে পারবেন। এমন অনেক ইউটিউব চ্যানেলে প্রচুর সংখ্যক ভিডিও আপনি পেয়ে যাবেন। যে ভিডিও গুলো দেখে আপনি কিছু দিনের মধ্যে Facebook marketing এর সম্পর্ন প্রক্রিয়াটি শিখে নিতে পারবেন।
এজন্য আমি বলবো কোনো Digital marketing institute থেকে ফেসবুক মার্কেটিং কোর্স করার আগে অবশ্যই একবার ইউটিউব থেকে এই বিষয়ে জেনে নিবেন। এমন ও হতে পারে আপনি সম্পর্ন প্রক্রিয়া বুঝে নিতে পারলেন। এছাড়া আপনি ইন্টারনেটে ফেসবুক মার্কেটিং বই পেয়ে যাবেন। এই ফেসবুক মার্কেটিং বই pdf ফাইল গুলো আপনি ডাউনলোড করে পড়ে অনেক বিষয়ে জানতে ও শিখতে পারবেন।
কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন?
আসলে ফেসবুক মার্কেটিং নিয়ম অনেক সহজ। তবে, কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় সেই বিষয়ে যদি না জানেন তাহালে নিচের পয়েন্ট গুলো মনোযোগ দিয়ে পড়ুন।
- প্রথমে মার্কেটিং করার জন্য আপনার ব্রান্ড, বিসনেস, প্রডাক্ট, ওয়েবসাইট থাকতে হবে।
- এবার আপনার ব্যবসার নামে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।
- আপরার তৈরি করা পেজে বিসনেস এর প্রোফাইল পিকচার ও কভার ইমেজ দিয়ে আকর্ষণীয় করতে হবে।
- ফেসবুক পেজের description box এ বিসনেস বা ব্রান্ডের কিছু তথ্য লিখুন।
- এবার Facebook page এ Like বা Followers নিবেন বন্ধুদের কাছ থেকে বা টাকা দিয়ে প্রমোড করে।
- পেজে লাইক, ফলোয়ার বেশি পরিমানে হওয়ার পরে ব্যবসা বা ব্রান্ডের সাথে জড়িত ছবি, ভিডিও শেয়ার করুন।
- আপনি ব্যবসার বিভিন্ন প্রডাক্ট বা সার্ভিস গুলো ফেসবুক পেজে শেয়ার করে ইউজারদের জানাতে পারবেন।
- শেষে আপনি ফেসবুক পেজের প্রডাক্ট গুলো প্রচার বা মার্কেটিং করার জন্য ফেসবুকে টাকা দিয়ে পেইড মার্কেটিং করাতে পারবেন।
আশাকরি উপরের পয়েন্ট গুলো পড়ে সহজে বুঝতে পারছেন Facebook marketing করার প্রক্রিয়া গুলো।
একটা উদাহরণ,
মনে করুন আপনি একটা জামার ব্যবসা আছে। তাহালে আপনি কিভাবে আপনি ফেসবুকে জামার বিষয়ে মার্কেটিং করবেন। এর জন্য প্রথমে আপনাকে জামার সাথে জড়িত একটি ফেসবুক পেইজ তৈরি করতে হবে। এখন পেজের profile ও cover picture দিতে হবে জামার সাথে জড়িত।
এতে, আপনার Facebook page টি জামার বিষয়ে টার্গেট করা হলো। এখন আপনি নতুন নতুন জামার কালেকশন গুলোর ছবি পেজে আপলোড বা পাবলিশ করবেন। এতে পাবলিশ করা ছবি সহজে ফেসবুক ইউজাররা দেখতে পাবে, যাদের পছন্দ হবে তারা কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করবে।
এছাড়া আপনি চাইলে Facebook paid ads এর মাধ্যমে কিছু টাকা খরচ করে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে কম সময়ে অধিক গ্রহক পেয়ে যাবেন। আশাকরি বুঝছেন কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হয়।
ফেসবুক মার্কেটিং এর সুবিধা ও লাভ কি?
আসলে ফেসবুকের মাধ্যমে ব্যবসা (business) মার্কেটিং করার অনেক লাভ ও সুবিধা রয়েছে। এই সুবিধা ও লাভের গুরুত্ব গুলো নিচে আলোচনা করছি।
১. অনেক সহজে টার্গেট করা কাস্টমার পেয়ে যাবেন।
২. আপনি যেকোনো এলাকা, শহর, দেশ টার্গেট করে নিজের ব্যবসার বিজ্ঞাপন চালাতে পারবেন।
৩. ফেসবুকে কোটি কোটি এক্টিভ ইউজার রয়েছে, যে কারণে সহজে গ্রহক পাওয়া সম্ভব।
৪. Manual marketing এর তুলনায় ফেসবুকে পেইড মার্কেটিং এ টাকা অনেক কম খরচ হয়।
৫. আপনার নিজের ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের ভিডিওতে প্রচুর পরিমানে সোশ্যাল মিডিয়া ট্রাফিক পেয়ে যাবেন।
৬. অনলাইনে নিজের একটি ব্রান্ড তৈরি করার জন্য Facebook marketing অনেক গুরুত্বপূর্ণ।
৭. আপনার পেজে প্রচুর লাইক বা ফলোয়ার্স থাকার ফলে, ব্যবসার সাথে অধিক মানুষরা যুক্ত থাকবে। এবং এর মধ্যে অনেকে গ্রহকে পরিণত হওয়ার সুযোগ থাকবে সম সময়।